
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক রেলি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিলন চাকমার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নবাব ফয়জুন্নেসা ওবদরুন্নেসা যুক্ত উচ্চবিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভা পরিচালনা করেন বিএন হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ সোহরাব হোসেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের লেকচারার রফিকুল ইসলাম, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান রিয়াদ, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক, সিনিয়র সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, মিজানুর রহমান সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, নবাব ফয়জুন্নেছা চৌধুরানী একজন অনন্য নারী সমাজ সংস্কারক ছিলেন, যিনি নারী শিক্ষার অগ্রগামী ছিলেন এবং সমাজের মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
তার জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। নবাব ফয়জুন্নেছা চৌধুরানী নারী শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি সমাজ সংস্কারে যেসব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আজও আমাদের শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হিসেবে তাহা বলবত আছে।