ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খুলনায় পুত্রের হাতে পিতা খুন Logo দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে শিক্ষক উদাও Logo অনলাইন ছুটি সিস্টেম এবং লোকেশন ট্র্যাকিং চালু প্রয়োজন Logo ব্রাহ্মণপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব Logo পলাশবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo মহেশখালীতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ কুখ্যাত সন্ত্রাসী আটক Logo বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন উদ্ধার Logo মানবাধিকার পরিষদে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে চীন Logo চীন প্রতিষ্ঠার বার্ষিকীতে প্রেসিডেন্টের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা Logo জাতিসংঘভিত্তিক শান্তি ও উন্নয়ন স্বপ্ন বাস্তবায়নে বেইজিংয়ের প্রতিশ্রুতি

ঝালকাঠি সদরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মোঃ জাহিদ, ঝালকাঠি

আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ।

২০২৫-২৬ অর্থবছরের এ কর্মসূচির আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩৭৫ জন কৃষক সাত ধরনের সবজির বীজ পেয়েছেন। মাঠ পর্যায়ে চাষযোগ্য আরও ৬৩৫ জন কৃষক এ সুবিধার আওতায় এসেছেন। তাঁদের মধ্যে ১১০ জনকে লাউ, ১৭৫ জনকে মিষ্টিকুমড়া, ১৭৫ জনকে বেগুন ও ১৭৫ জনকে শসার বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, “কৃষি প্রণোদনা কর্মসূচি সরকারের বিশেষ উদ্যোগ। আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বাড়াতে কৃষকদের বিনা মূল্যে এ বীজ ও সার দেওয়া হচ্ছে। কৃষকেরা যদি যত্নসহকারে চাষাবাদ করেন, তবে কৃষি আরও সমৃদ্ধ হবে। ঝালকাঠি সদরের কৃষিও হবে আরও গতিশীল ও উন্নত।”

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ বলেন, “সরকার নিয়মিত কৃষকদের সহায়তায় প্রণোদনা দিচ্ছে। আগাম শীতকালীন সবজি চাষে এই বীজ ও সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, কৃষকেরা এই সুবিধা কাজে লাগিয়ে অধিক ফলন অর্জন করুন। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি বাজারে সবজির সরবরাহও বৃদ্ধি পাবে। ফলে ভোক্তারা ন্যায্যমূল্যে সবজি পাবেন। কৃষি বিভাগ সবসময় মাঠপর্যায়ে কৃষকদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় পুত্রের হাতে পিতা খুন

SBN

SBN

ঝালকাঠি সদরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আপডেট সময় ০৬:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

মোঃ জাহিদ, ঝালকাঠি

আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ।

২০২৫-২৬ অর্থবছরের এ কর্মসূচির আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩৭৫ জন কৃষক সাত ধরনের সবজির বীজ পেয়েছেন। মাঠ পর্যায়ে চাষযোগ্য আরও ৬৩৫ জন কৃষক এ সুবিধার আওতায় এসেছেন। তাঁদের মধ্যে ১১০ জনকে লাউ, ১৭৫ জনকে মিষ্টিকুমড়া, ১৭৫ জনকে বেগুন ও ১৭৫ জনকে শসার বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, “কৃষি প্রণোদনা কর্মসূচি সরকারের বিশেষ উদ্যোগ। আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বাড়াতে কৃষকদের বিনা মূল্যে এ বীজ ও সার দেওয়া হচ্ছে। কৃষকেরা যদি যত্নসহকারে চাষাবাদ করেন, তবে কৃষি আরও সমৃদ্ধ হবে। ঝালকাঠি সদরের কৃষিও হবে আরও গতিশীল ও উন্নত।”

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ বলেন, “সরকার নিয়মিত কৃষকদের সহায়তায় প্রণোদনা দিচ্ছে। আগাম শীতকালীন সবজি চাষে এই বীজ ও সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, কৃষকেরা এই সুবিধা কাজে লাগিয়ে অধিক ফলন অর্জন করুন। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি বাজারে সবজির সরবরাহও বৃদ্ধি পাবে। ফলে ভোক্তারা ন্যায্যমূল্যে সবজি পাবেন। কৃষি বিভাগ সবসময় মাঠপর্যায়ে কৃষকদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।