
স্টাফ রিপোর্টার
বরুড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল পাঁচটায় পৌরসভা অফিস সংলগ্ন এলাকার সানরাইজ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আল ফালাহ সোসাইটি মসজিদ কমপ্লেক্স থেকে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কুমিল্লা ০৮(বরুড়া) ‘র জামায়াতে ইসলামী মনোনীত দাড়ি-পাল্লার প্রার্থী ড. শফিকুল আলম হেলালের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বরুড়া জিরো পয়েন্টে এসে বরুড়া সংক্ষিপ্ত সমাবেশ শেষে কর্মসূচীর সমাপ্তি ঘটে।
এদিন বরুড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শাহাদাত হোসাইনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েতে ইসলামির নেতা অধ্যাপক সফিউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারি সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক কামারুজ্জামান সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা শাখার সেক্রেটারী আবুল কাশেম, পৌরসভা শাখার আমীর অধ্যাপক৷ শাহজালাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া পৌরসভা সহকারী সেক্রেটারী কাজী খোরশেদ আলম পাটোয়ারি, সেক্রেটারী আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা সহকারি সেক্রেটারী ডাক্তার মুজিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরুড়া উপজেলা শাখার সভাপতি মু.ফরহাদ হোসেন সহ প্রমুখ।