
মোঃ শরীফ উদ্দিন
কুমিল্লা দঃ জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনাময় পরিবেশে এই কাউন্সিল সম্পন্ন হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে দলীয় নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কাউন্সিলের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু। এছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী কাউন্সিলে উপস্থিত ছিলেন।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম এবং কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
কাউন্সিলে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ( শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, জাতীয় কার্যনির্বাহী কমিটি, বিএনপি)
সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ডিপি ওয়াসিম।
কাউন্সিলে বক্তারা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও প্রস্তুত করার জন্য নেতা-কর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।