
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে এবারও বসেছে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী দেশের একমাত্র ঢাকের হাট। শনিবার থেকে উপজেলার পুরানবাজার এলাকায় শুরু হওয়া এ হাটে ভিন্ন আমেজে জমেছে বাদ্যযন্ত্রের বেচাকেনা আর বাদকদের মিলনমেলা।
হাটজুড়ে ঢাক ছাড়াও ঢোল, ড্রাম, বাঁশি, সানাই, মন্দিরা, কাঁসি, ঝনঝনি ও নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে হাজির হয়েছেন বাদকেরা। বাদ্যযন্ত্র বাজিয়ে, নেচে-গেয়ে ও গান শুনিয়ে তারা ক্রেতাদের আকৃষ্ট করছেন। সবখানে উৎসবের রং আর তাল-লয়ের প্রতিযোগিতা।
ঢাকের হাট হলেও এখানে বাদ্যযন্ত্র কেনাবেচার পাশাপাশি বাদকেরাও চুক্তিভিত্তিক বায়না পান। দুর্গাপূজা উপলক্ষে আয়োজকদের সঙ্গে দরদাম ঠিক করে বাদকরা নির্ধারিত সময়ের জন্য বাজনা করার চুক্তি করেন।
ঢাকিদের দক্ষতার ওপর নির্ভর করে চুক্তিমূল্য ঠিক হয়। একেকজন ঢাকী ১২ থেকে ১৫ হাজার টাকা, বাঁশিবাদক ৫ থেকে ৭ হাজার টাকায় চুক্তিবদ্ধ হচ্ছেন। ছোট ব্যান্ডদল পাওয়া যাচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকায়। আর ৭-৮ জন সদস্যের বড় ব্যান্ডদল চুক্তি পাচ্ছেন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত।
ঢাক-ঢোলসহ বাহারি বাদ্যযন্ত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এ হাটে বাদ্যযন্ত্র ও বাদকেরা এসেছেন ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে শতাব্দী প্রাচীন এ ঢাকের হাটকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।