ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ সীমান্তে তেরো লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও মোটরসাইকেল আটক

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মেকেরকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারীদের আটক করতে ধাওয়া দিলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ভারতীয় মদ ১৯ বোতল, মোটরসাইকেল ৫টি, মোবাইল ফোন ২টি এবং বাংলাদেশী নগদ ৪০ হাজার ৪৩০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় টহল দল।

আটককৃত চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ১৮ হাজার ৯৩০ টাকা।

এ বিষয়ে ৩৯ বিজিবির বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘন্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ সীমান্তে তেরো লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও মোটরসাইকেল আটক

আপডেট সময় ০৬:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মেকেরকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারীদের আটক করতে ধাওয়া দিলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ভারতীয় মদ ১৯ বোতল, মোটরসাইকেল ৫টি, মোবাইল ফোন ২টি এবং বাংলাদেশী নগদ ৪০ হাজার ৪৩০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় টহল দল।

আটককৃত চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ১৮ হাজার ৯৩০ টাকা।

এ বিষয়ে ৩৯ বিজিবির বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘন্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।