
ডেস্ক রিপোর্ট
শেষ মুহূর্তে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবালসহ আরও বেশ কয়েকজন প্রার্থী।
নির্বাচন থেকে সরে গিয় তামিম, ক্রিকেট শতভাগ হেরে গিয়েছে।
আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের আগেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তিন ক্যাটাগরি থেকে ১৫ জন।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝারেন তামিম। কঠোর ভাষায় বলেন, ‘আমি একটা জিনিস সবসময় বলেছি বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরাও এটা ডিজার্ভ করে না। এটাও বলে রাখি, আমি জানি না কতজন স্বীকার করবেন কী করবেন না, কিন্তু এখানে আরও অনেকেই আজকে প্রত্যাহার করতেন। তাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে বুঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে কোনোভাবে থামানো হয়েছে।’
‘না হলে আরো অনেকেই আজকে প্রত্যাহার করতেন। তাও ১৫ জন যদি আজকে করে থাকেন, যদি আমি ঠিক হয়ে থাকি, এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার। অলমোস্ট ফিফটিন পার্সেন্ট আপনার প্রত্যাহার করে নিয়েছে। … আমি এই বিষয়ে পরে ডিটেইলস আপনাদের সঙ্গে কথা বলবো।’