ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বর আসার আগেই বাড়িতে হাজির পুলিশসহ উপজেলা প্রশাসন Logo গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল বিভাগের ২ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা Logo দুর্নীতির দায়ে ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপি চেয়ারম্যানে পদ শূন্য ঘোষণা Logo যত বাধাই আসুক, ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারীতে নির্বাচন হবে Logo কুমিল্লাতে আন্ত জেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ জন দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার Logo নির্বাচন থেকে সরে গিয় তামিম, ক্রিকেট শতভাগ হেরে গিয়েছে Logo টেকনাফের গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জন উদ্ধার Logo রাঙামাটিতে প্রয়াত বন্ধুদের স্মরণে এসএসসি ২০০২ ব্যাচের উদ্যোগে স্মরণ সভা Logo নওগাঁয় জামায়াতের উপজেলা আমির মোনায়েম বহিষ্কার Logo রূপসায় রাজা স্মৃতি কিশোর অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

দুর্নীতির দায়ে ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপি চেয়ারম্যানে পদ শূন্য ঘোষণা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকে দুর্নীতির দায়ে অপসারণ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব রাষ্ট্রপতির আদেশক্রমে মো: নূরে আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

গত ১৫ জুলাই চান্দলা ইউনিয়নের ১০ জন সদস্য কর্তিৃক ইউপি চেয়ারম্যন ওমর ফারুককে অনাস্থা ও অপসারণের দাবীতে ২৩ টি দুর্নীতির অভিযোগ করে জেলা ও উপজেলা প্রশাসক বরাবর দুটি পৃথক লিখিত স্মারকলিপি দেন।

অনাস্থা প্রস্তাবের বিষয়ে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথাকে তদন্তকারী কর্মকর্তা ও পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। সে সময় বিশেষ সভায় পর্যবেক্ষকের উপস্থিতিতে উক্ত ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। পরবর্তীতে সরেজমিনে তদন্ত সাপেক্ষে ৭ টি অভিযোগ প্রমাণীত হয়।

অভিযোগগুলো হলো, ইউনিয়ন পরিষদ কর্তৃক আদায়কৃত হোল্ডিং ট্যাক্স এর অর্থ আত্মসাৎ, বিগত ১৩ মাস যাবৎ ইউনিয়ন পরিষদের সদস্যগণকে সম্মানি ভাতা প্রদান না করা, বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজ- কাবিখা, কাবিটা, টিআর ও এলজিএসপি’র প্রকল্প দাখিলের সময় চেয়ারম্যান এককভাবে প্রকল্প গ্রহণ, নিয়মিত অফিস না করার কারণে জণগনের ভোগান্তি সৃষ্টি হওয়ায় গ্রাম আদালতের কার্যক্রম ব্যহত হওয়া, গর্ভবতী মহিলাদের ভাতার কার্ড কোন প্রকার সভা ছাড়াই চেয়ারম্যান নিয়ের সিদ্ধান্তে ভাতাভোগী নির্বাচন করার অভিযোগ,২০২২-২০২৩ অর্থবছর থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত ১% এর টাকা থেকে মোট ২০টি প্রকল্পের মধ্যে ১৪টি প্রকল্পের অর্থ আত্মসাত এবং বড়ধুশিয়া জিয়াউল হকের দোকান হতে বাছিরের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাত।

উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক এর বিরুদ্ধে ১০ (দশ) জন সদস্য কর্তৃক অনাস্থা ও আনীত অভিযোগ গুলো প্রমাণীত হওয়ায় জনস্বার্থে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা সমীচীন হবে না মর্মে বিবেচিত হওয়ায় জেলা প্রশাসক, কুমিল্লা এর প্রেরিত অনাস্থা প্রস্তাবটি সরকার কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে অনুমোদিত হয়েছে। জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক এর পদটি শূন্য ঘোষণা করা হয়।

এ ব্যপারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার শূণ্য ঘোষনা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুককে তার চেয়ারম্যান পদে শূন্য করা হয়েছে। আমার কাছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছেছে সে প্রজ্ঞাপনে উক্ত চেয়ারম্যানের পদ শূন্য করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বর আসার আগেই বাড়িতে হাজির পুলিশসহ উপজেলা প্রশাসন

SBN

SBN

দুর্নীতির দায়ে ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপি চেয়ারম্যানে পদ শূন্য ঘোষণা

আপডেট সময় ০৭:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকে দুর্নীতির দায়ে অপসারণ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব রাষ্ট্রপতির আদেশক্রমে মো: নূরে আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

গত ১৫ জুলাই চান্দলা ইউনিয়নের ১০ জন সদস্য কর্তিৃক ইউপি চেয়ারম্যন ওমর ফারুককে অনাস্থা ও অপসারণের দাবীতে ২৩ টি দুর্নীতির অভিযোগ করে জেলা ও উপজেলা প্রশাসক বরাবর দুটি পৃথক লিখিত স্মারকলিপি দেন।

অনাস্থা প্রস্তাবের বিষয়ে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথাকে তদন্তকারী কর্মকর্তা ও পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। সে সময় বিশেষ সভায় পর্যবেক্ষকের উপস্থিতিতে উক্ত ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। পরবর্তীতে সরেজমিনে তদন্ত সাপেক্ষে ৭ টি অভিযোগ প্রমাণীত হয়।

অভিযোগগুলো হলো, ইউনিয়ন পরিষদ কর্তৃক আদায়কৃত হোল্ডিং ট্যাক্স এর অর্থ আত্মসাৎ, বিগত ১৩ মাস যাবৎ ইউনিয়ন পরিষদের সদস্যগণকে সম্মানি ভাতা প্রদান না করা, বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজ- কাবিখা, কাবিটা, টিআর ও এলজিএসপি’র প্রকল্প দাখিলের সময় চেয়ারম্যান এককভাবে প্রকল্প গ্রহণ, নিয়মিত অফিস না করার কারণে জণগনের ভোগান্তি সৃষ্টি হওয়ায় গ্রাম আদালতের কার্যক্রম ব্যহত হওয়া, গর্ভবতী মহিলাদের ভাতার কার্ড কোন প্রকার সভা ছাড়াই চেয়ারম্যান নিয়ের সিদ্ধান্তে ভাতাভোগী নির্বাচন করার অভিযোগ,২০২২-২০২৩ অর্থবছর থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত ১% এর টাকা থেকে মোট ২০টি প্রকল্পের মধ্যে ১৪টি প্রকল্পের অর্থ আত্মসাত এবং বড়ধুশিয়া জিয়াউল হকের দোকান হতে বাছিরের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাত।

উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক এর বিরুদ্ধে ১০ (দশ) জন সদস্য কর্তৃক অনাস্থা ও আনীত অভিযোগ গুলো প্রমাণীত হওয়ায় জনস্বার্থে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা সমীচীন হবে না মর্মে বিবেচিত হওয়ায় জেলা প্রশাসক, কুমিল্লা এর প্রেরিত অনাস্থা প্রস্তাবটি সরকার কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে অনুমোদিত হয়েছে। জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক এর পদটি শূন্য ঘোষণা করা হয়।

এ ব্যপারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার শূণ্য ঘোষনা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুককে তার চেয়ারম্যান পদে শূন্য করা হয়েছে। আমার কাছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছেছে সে প্রজ্ঞাপনে উক্ত চেয়ারম্যানের পদ শূন্য করা হয়েছে।