
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুধবার সকাল থেকে চলছিল বিয়ের আয়োজন চলছিল রান্নার কাজ। বিয়ের গেট-প্যান্ডেলও করা হয়েছে। শুধু বর আসার অপেক্ষা। কিন্তু বর আসার আগেই বাড়িতে হাজির পুলিশসহ উপজেলা প্রশাসন।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা চাড়িপাড়া গ্রামে।
সূত্রে জানা গেছ, উপজেলার দক্ষিণ চান্দলা চাড়িপাড়া গ্রামের আমির হোসেনের মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়তো (১৫) অনেক ঘটাও করে বিয়ে ঠিক করেছিল একই গ্রামের উজ্জল মিয়ার ছেলে ফরহাদ (১৯) এর সাথে। বিয়ের অতিথি আপ্যায়নের রান্নাবাড়া সহ সকল আয়োজন সম্পন্ন করছিল।
এদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন দুপুর ১২ টায় মেয়ের বাড়িতে হাজির হন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান সঙ্গে ছিল থানার পুলিশ, ট্রেগ অফিসার ও স্থানীয় ইউপি সদস্য। অভিভাবকদের সঙ্গে কথা বলে নাবালক মেয়ের বিয়েই বন্ধ করে দেওয়া হয়।এবং তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ১৮ বছর বয়স হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবে না—এমন মুচলেকা নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। পাশাপাশি পরিবার বলছে তারা এখন থেকে নিয়মিত তাদের মেয়েকে স্কুলে পাঠাবে।