
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেডিংসহ ৬ দফা দাবিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরোধী পালন করতেছেন স্বাস্থ্য সহকারীরা।
এই কর্মসূচির কারণে টিকাদান কর্মসূচি এবং টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় সুবর্ণচর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এই কর্মবিরতি শুরু হয়।
দাবি আদায় পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি চলবে। সুবর্ণচর উপজেলার পাশাপাশি অন্যান্য উপজেলার স্বাস্থ্য সহকারীরাও একই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দেন।
কর্মবিরতিতে সুবর্ণচর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনে নোয়াখালী জেলার অর্থ সম্পাদক ও সুবর্ণচর উপজেলার সাধারণ সম্পাদক নবী আলম এই সকল দাবিগুলো উল্লেখ করেন ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ ইলিয়াস, এস এম এ কাদের, শারমিন আক্তার পপি, শঙ্কর রায়, মোঃ শামসুদ্দিন, আলমগীর হোসেন, শিমুল চন্দ্র পাল, মহিব উল্লাহ, মোঃ শরিফ উল্লা, আয়েশা সিদ্দিকা, মোহছেনা খাতুন, হারুনুর রশিদ, মেজবাহ উদ্দিন, আল নাজিমুল ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।