হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহেল চৌধুরী(৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নড়াগাতি থানাধীন চর সিংগাতি গ্রামের মৃত সোনা মিয়া চৌধুরীর ছেলে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে এসআই (নি:) মাধব মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ র্যাব-৩, টিকাটুলি, ঢাকা এর একটি অভিযানিক টিমের সহায়তায় কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।