
আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৭ নং ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এনামুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এনামুল এই গ্রামের হাফিজার রহমানের পুত্র। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়,এনামুল গতকাল রাতে ঠুসি বসিয়ে মাছ ধরার জন্য ধান খেতে গেলে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়।
তাকে সাপে কামড় দিলেও সে ঘটনাটি পরিষ্কার বুঝতে পারেনি। বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে শুইতে গেলে সে ব্যথা অনুভব করে। তখন পরিবারের লোকজন তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে যায়। পীরগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করে । রংপুর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনামুল ধাপের হাট কারিগরি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।