
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সুব্রত রায় চৌধুরী নামের এক প্রাথমিক শিক্ষককে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক এরশাদ আলী সুনার বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষক সুব্রত প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় আছে।
জানাগেছে, কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ ব্যবহার করে পাওয়ার ট্রিলার দিয়ে একাধিক ইটের গাড়ি নিয়ে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক এরশাদ আলী সুনা। সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে গাড়িগুলো অন্যপথ ব্যবহারের অনুরোধ জানান প্রধান শিক্ষিকা উম্মে হানি। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকার উপর চড়াও হন স্বেচ্ছাসেবকদল নেতা এরশাদ আলী সুনা।
সে সময় সহকারি শিক্ষক সুব্রত রায় চৌধুরী প্রধান শিক্ষিকার কথায় সমর্থন করলে তাকে বাঁশের লাঠি দিয়ে বেঠড়ক পেটান স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক এরশাদ আলী সুনা। পরে আশপাশের মানুষ এগিয়ে আসলে কৌশলে সুনা সটকে পড়েন।