ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo পাকুন্দিয়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক Logo শোক থেকে শক্তির অভ্যুদ্বয়: সার্বভৌমত্ব ও মুক্তির চূড়ান্ত লড়াই Logo ঘোড়া বর্ষের প্রতিপাদ্যে চীন-আরব সাংস্কৃতিক সেতুবন্ধন Logo একচীন নীতিতে পুনরায় সমর্থন জানাল তিন আরব দেশ Logo ম্যাকাও প্রধান নির্বাহীর কার্যপ্রতিবেদন শুনলেন প্রেসিডেন্ট সি Logo দাম ও মানের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে এগিয়ে চীনা অটোমোবাইল Logo টানা নবম বছর গ্যাস উৎপাদনে চীনের মাইলফলক Logo শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা Logo বরুড়ায় মরহুম হাজী নোয়াব আলী স্মৃতি স্মরনে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সীমিত রিসোর্সে উন্নয়ন- পরিকল্পিত সিদ্ধান্তের তাগিদ দিলেন জেলা প্রশাসক

চান্দিনায় কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, গতিশীল ও দক্ষ করে তোলার লক্ষে দিনপ্যাপী “কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিনুল কায়সার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- স্থানীয় সরকারের প্রথম স্তর হলো ইউনিয়ন পরিষদ। এখানকার জনপ্রতিনিধিরা জনগণের সবচেয়ে কাছের মানুষ। তাই তাদের দক্ষতা, স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন- বর্তমান প্রশাসনের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সীমিত সম্পদ ও রিসোর্সের মধ্যে থেকেই আমাদের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হয়। এজন্য প্রয়োজন পরিকল্পিত সিদ্ধান্ত এবং অগ্রাধিকার নির্ধারণ।

জেলা প্রশাসক উদাহরণ টেনে বলেন- একটি পরিবার যেমন আয় অনুযায়ী খরচ নির্ধারণ করে, প্রশাসনকেও তেমনি জরুরি ও প্রয়োজনীয় খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। খাদ্য, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ। কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।

প্রশিক্ষণে বক্তারা স্থানীয় সরকারের কর্মকাণ্ড আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে ইউপি প্রতিনিধিদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি জনপ্রতিনিধিদের সক্ষমতা বাড়িয়ে জনগণের সঙ্গে সেতুবন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকরা।

প্রশিক্ষণে অংশগ্রহন করেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ। এতে মোট ১৯৫ জন কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

SBN

SBN

সীমিত রিসোর্সে উন্নয়ন- পরিকল্পিত সিদ্ধান্তের তাগিদ দিলেন জেলা প্রশাসক

চান্দিনায় কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, গতিশীল ও দক্ষ করে তোলার লক্ষে দিনপ্যাপী “কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিনুল কায়সার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- স্থানীয় সরকারের প্রথম স্তর হলো ইউনিয়ন পরিষদ। এখানকার জনপ্রতিনিধিরা জনগণের সবচেয়ে কাছের মানুষ। তাই তাদের দক্ষতা, স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন- বর্তমান প্রশাসনের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সীমিত সম্পদ ও রিসোর্সের মধ্যে থেকেই আমাদের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হয়। এজন্য প্রয়োজন পরিকল্পিত সিদ্ধান্ত এবং অগ্রাধিকার নির্ধারণ।

জেলা প্রশাসক উদাহরণ টেনে বলেন- একটি পরিবার যেমন আয় অনুযায়ী খরচ নির্ধারণ করে, প্রশাসনকেও তেমনি জরুরি ও প্রয়োজনীয় খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। খাদ্য, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ। কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।

প্রশিক্ষণে বক্তারা স্থানীয় সরকারের কর্মকাণ্ড আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে ইউপি প্রতিনিধিদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি জনপ্রতিনিধিদের সক্ষমতা বাড়িয়ে জনগণের সঙ্গে সেতুবন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকরা।

প্রশিক্ষণে অংশগ্রহন করেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ। এতে মোট ১৯৫ জন কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।