
মো. কাওসার, রাঙ্গামাটি
এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ সহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, বিচার ও নিরাপত্তার দাবীতে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ অক্টোবর সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করেছে। সাংবাদিকরা যদি স্বাধীন এবং স্বাভাবিক ভাবে কাজ করতে না পারে দেশের জনগন জিম্মি হয়ে অসহায় হয়ে পড়বে। দেশের এবং দশের স্বার্থে সংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, সাংবাদিকরা জনগণের মুখপাত্র। তাঁদের ওপর হামলা মানে গণমানুষের কণ্ঠরোধ করা। তাই দ্রুত সময়ের মধ্যে এসব হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
মুক্তির লড়াই ডেস্ক : 

























