রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি এলাকায় ৩ শতাধিক পাহাড়ী অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইসিবি। ২৭ ফেব্রুয়ারী সোমবার সকাল দশ ঘটিকায় মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের কাজে নিয়োজিত সেনাবাহিনীর ২০ ইসিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দীন এই চিকিৎসা সহায়তা প্রদান করেন। সেনাবাহিনীর সড়ক তৈরির পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এই বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এ কর্মসূচীর মাধ্যমে বাঘাইছড়ি ইউনিয়নের আর্যপুর, ছোট কচুছড়ি, বড় কচুছড়ি, মোড়ঘোনা ছড়া, খাগড়াছড়ি পাড়া সহ আশপাশের গ্রামের ৩ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। চলমান মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের কাজ সম্পন্ন হলে সীমান্তবর্তী এসব গ্রামের মানুষের জীবনমানে ব্যাপক উন্নয়ন ঘটবে।
সংবাদ শিরোনাম
বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন
- বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
- আপডেট সময় ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- ১৯৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ