ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৩ শিক্ষক ও এক সহকারীর বিদায়ী সংবর্ধনা

ইলিয়াছ আহমদ, বরুড়া

কুমিল্লা জেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ ১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানে একত্রে বিদায় জানানো হয় বিদ্যালয়ের এমপিওভুক্ত ৬ জন শিক্ষক, ১৭ জন খণ্ডকালীন শিক্ষক এবং ১ জন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীকে।

বিদ্যালয়ের দীর্ঘদিনের কর্মজীবন শেষে এ শিক্ষকবৃন্দ একে একে অবসর গ্রহণ করলেও পূর্বে তাদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আজ একসঙ্গে তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিরল এই আয়োজন সম্পন্ন করে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষকবৃন্দ আবেগভরে বিদ্যালয়ে তাদের দীর্ঘদিনের শিক্ষকতার স্মৃতিচারণ করেন। তারা বলেন, “এই বিদ্যালয় আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়ের সাক্ষী। আজকের এই ভালোবাসা আমাদের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকবে।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং ও সদস্য মোঃ ইলিয়াছ আহমদ, জানান, “এ আয়োজনের মাধ্যমে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি, যারা এই প্রতিষ্ঠানের উন্নয়নে আজীবন অবদান রেখে গেছেন।”

অতিথিরা বলেন, এমন সম্মিলিত বিদায়ী সংবর্ধনা সত্যিই বিরল দৃষ্টান্ত, যা শিক্ষক-শিক্ষার্থীর বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত সবাই এ উদ্যোগের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উন্নতি ও সুনাম বৃদ্ধির ধারাবাহিকতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা মাধ্যমেিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বিদ্যালয়ের সাবেক সভাপতি দাতা সদস্য হাজী জুনাব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাবেক উপজেলা ইন্জিনিয়ার আক্তার হোসেন, ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক সর্দার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন। এছাড়া একই দিনে স্কাউটে প্রেসিডেন্ট পদক পাওয়া শিক্ষার্থী, আন্ত স্কুল মাদরাসা ফুটবল টুর্ণামেন্টে উপজেলা পর্যায়ে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিশন হওয়ায় এবং ২০২৫ ইং জিপিএ ৫ শিক্ষার্থীদের কে ও সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৩ শিক্ষক ও এক সহকারীর বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় ০৯:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ইলিয়াছ আহমদ, বরুড়া

কুমিল্লা জেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ ১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানে একত্রে বিদায় জানানো হয় বিদ্যালয়ের এমপিওভুক্ত ৬ জন শিক্ষক, ১৭ জন খণ্ডকালীন শিক্ষক এবং ১ জন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীকে।

বিদ্যালয়ের দীর্ঘদিনের কর্মজীবন শেষে এ শিক্ষকবৃন্দ একে একে অবসর গ্রহণ করলেও পূর্বে তাদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আজ একসঙ্গে তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিরল এই আয়োজন সম্পন্ন করে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষকবৃন্দ আবেগভরে বিদ্যালয়ে তাদের দীর্ঘদিনের শিক্ষকতার স্মৃতিচারণ করেন। তারা বলেন, “এই বিদ্যালয় আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়ের সাক্ষী। আজকের এই ভালোবাসা আমাদের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকবে।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং ও সদস্য মোঃ ইলিয়াছ আহমদ, জানান, “এ আয়োজনের মাধ্যমে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি, যারা এই প্রতিষ্ঠানের উন্নয়নে আজীবন অবদান রেখে গেছেন।”

অতিথিরা বলেন, এমন সম্মিলিত বিদায়ী সংবর্ধনা সত্যিই বিরল দৃষ্টান্ত, যা শিক্ষক-শিক্ষার্থীর বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত সবাই এ উদ্যোগের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উন্নতি ও সুনাম বৃদ্ধির ধারাবাহিকতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা মাধ্যমেিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বিদ্যালয়ের সাবেক সভাপতি দাতা সদস্য হাজী জুনাব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাবেক উপজেলা ইন্জিনিয়ার আক্তার হোসেন, ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক সর্দার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন। এছাড়া একই দিনে স্কাউটে প্রেসিডেন্ট পদক পাওয়া শিক্ষার্থী, আন্ত স্কুল মাদরাসা ফুটবল টুর্ণামেন্টে উপজেলা পর্যায়ে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিশন হওয়ায় এবং ২০২৫ ইং জিপিএ ৫ শিক্ষার্থীদের কে ও সংবর্ধনা দেওয়া হয়।