
অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ
বাগেরহাটের মোংলায় মহিদুল শেখ (৩২) নামে এক যুবককে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা। এ ঘটনায় দুই অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
নিহত মহিদুল শেখ মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সোনাখালী এলাকার হান্নান শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে মোটরসাইকেল ওভারটেক নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত সোমবার ভোরে মোটরসাইকেল করে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোংলা ইপিজেডে যাচ্ছিলেন মহিদুল শেখ। এসময় মোংলা পৌর শহরের কবরস্থান রোডের শ্রমিক সংঘ এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি গাড়ির গতিরোধ করেন বনি আমিন ও মাহমুদ। কিছু বুঝে ওঠার আগেই ওই গাড়ি থেকে একটি কাঠের লাঠি দিয়ে পিছন থেকে তার মাথায় পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন – মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া এলাকার হেমায়েত শেখের ছেলে বনি আমিন ও মজিবুর রহমান হাওলাদার ছেলে মাহমুদ হাওলাদার।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, ‘মোংলা পৌর শহরের কবরস্থান রোড এলাকায় একজনকে মেরে আহতের খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলেন। এ ছাড়া স্থানীয় জনতার সহায়তায় এর সঙ্গে জড়িত বনি আমিন ও মাহমুদ হাওলাদার নামের দুজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। উক্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।