
গোলাপ আমায়
প্রিয়াঙ্কা নিয়োগী
তোমার গোলাপ আমার হৃদয় করেছে স্পর্শ,
পুষ্প বিরাজে হৃদয় হয়েছে ধন্য।
নিজের গতিতে পথ পেয়ে নীরব আলোকে মত্ত।
তোমার লাল গোলাপ তোমার হাতের থেকে,
মানায় বেশি আমার হৃদয়ে,
অফুরন্ত লাল গোলাপ রেখে দাও আমার হৃদয়ে ।
লাল মন পায় রং আলতা পায়ে,
প্রকৃতির চাহনির সাথে,
নিজেদের রাখতে যাই খেয়া ঘাটে ।
সন্ধ্যা লগ্নে সূর্যাস্তের লাল বিচ্ছুরণে,
প্রাণের লাল উচ্ছাস টানের বাতাবরণে,
আমি জাপটে লাল গোলাপে।