
শিক্ষক
স্বর্ণা তালুকদার
শিক্ষক তুমি মহান শ্রদ্ধা
সমাজকে কর শুদ্ধ সদা
তবু কেন আজও শিক্ষকরা পায়না অধিকার
শিক্ষক জাতির কর্ণাধার
মানতে হবে তাঁদের দাবী
শিক্ষক তুমি সত্য পথের সাথী
শিক্ষক তুমি জাতির শক্তি
করতে সমাজকে তাদের ভক্তি
তুমি আলোকিত জীবনের ছবি
হাতে ধরে শিখাও মধুর ভাষ্যে সবি
শিক্ষকদের প্রতি অবিচার জাতির লজ্জা
নতুন করে সমাজ কাঠামো হোক সজ্জা,
ছাত্র শিক্ষকের মধুর স্মৃতি
রয়ে যায়
জাতিতে আলো দিয়ে যায়।