
নাহিদ জামান, খুলনাঃ
রূপসা উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে, উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে ২০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্প, ডিওএফ বাংলাদেশ এর অর্থায়নে ক্লাস্টার ব্যবস্থাপনায় ভালো জলজ চাষ অনুশীলন (চিংড়ি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবীব প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। কর্মশালায় মৎস্য চাষ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস।
মেরিন ফিশারিজ অফিসার মো. রাসেল শেখ এর পরিচালনায় ১শ জন মৎস্য চাষীর কর্মশালায় উপস্থিত ছিলেন- টিএসবি ইউনিয়ন খাজাডাঙ্গা গ্ৰামের ক্লাস্টার সভাপতি মহিবুল শেখ, দক্ষিণ খাজাডাঙ্গা গ্ৰামের ক্লাস্টার সভাপতি আনছার মোড়ল, পদ্মবিল-তিলক ক্লাস্টার সভাপতি ইন্তাজ শেখ। এছাড়া ঘাটভোগ ইউনিয়ন ইউপি সদস্যা নারকেলী চাঁদপুর গ্ৰামের ক্লাস্টার সভাপতি স্বপ্না রানী পাল, ইউপি সদস্য আইরিন আক্তার, ক্লাস্টার সেক্রেটারী সাবেক ইউপি সদস্য মিতুল, কোষাধক্ষ্য সামসুর শেখ, শিয়ালী গ্ৰামের ক্লাস্টার সভাপতি নিপুল ধর, কঁচাতলা গ্ৰামের ক্লাস্টার সেক্রেটারি সুবর্ণ মজুমদার, বান্দাখাল গ্ৰামের ক্লাস্টার সভাপতি দীপক বিশ্বাস, বলটি গ্ৰামের ক্লাস্টার সভাপতি অশোক চৌধুরী, বড়জ্বালা গ্ৰামের ক্লাস্টার সভাপতি হরিদাস বাছাড়, চন্দ্রাখালী ক্লাস্টার সভাপতি আনন্দ বাছাড় প্রমূখ।