ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের নিয়ে সিড ফাউন্ডেশনের বিজয় দিবস উদযাপন Logo ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবস পালিত Logo রাঙ্গামাটিতে মহান বিজয় দিবস উদযাপন Logo মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন Logo বরুড়ায় মহান বিজয় দিবস পালিত Logo মুন্সিগঞ্জে ৩২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতা জব্দ Logo ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার চেষ্টা Logo বুড়িচংয়ে অটোরিকশা চালক হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেফতার Logo কুমিল্লায় বিজয় দিবসে রেলী আলোচনা করেছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন Logo বাংলাদেশের মহান বিজয় দিবসে ঢাকার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের শ্রদ্ধা

চীনের অর্থনৈতিক স্থিতি বিশ্বে আশাবাদের প্রতীক

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৭:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সিজিটিএন এবং চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়, নিউ এরা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে যৌথভাবে একটি আন্তর্জাতিক গণজরিপ পরিচালনা করা হয়েছে। গত তিন বছরে বিশ্বের ৪৬টি দেশের মোট ৪৭ হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়, যেখানে উন্নত দেশগুলোর পাশাপাশি ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলোও অন্তর্ভুক্ত ছিল। ১৮ বছর বা তার বেশি বয়সী উত্তরদাতাদের মতামতের ভিত্তিতে এই জরিপটি করা হয়েছে, যা প্রতিটি দেশের বয়স ও লিঙ্গভিত্তিক জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জরিপে দেখা গেছে, ৮৯.৫ শতাংশ উত্তরদাতা চীনের অর্থনীতির শক্তিশালী অবস্থানের প্রশংসা করেছেন। ৮৯.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি ধরে রেখেছে। এ ছাড়া, বিশ্ব অর্থনীতিতে চীনের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেছেন ৮৬.৪ শতাংশ মানুষ।

বৈশ্বিক একাধিপত্য ও বাণিজ্য সংরক্ষণবাদের মাঝেও জরিপে অংশগ্রহণকারীরা চীনের বাজারের সম্ভাবনা এবং উন্মুক্তকরণ নীতির প্রশংসা করেছেন। জরিপে ৭২.৬ শতাংশ উত্তরদাতা চীনকে একটি উন্মুক্ত বাজার হিসেবে দেখেন। ৭৯.৮ শতাংশ মনে করেন, চীনের বিশাল বাজার তাদের নিজ দেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। একই সংখ্যক উত্তরদাতা বিশ্বাস করেন, চীনের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। পাশাপাশি, ৭৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের সঙ্গে ব্যবসা করে তাদের দেশ লাভবান হয়েছে।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের নিয়ে সিড ফাউন্ডেশনের বিজয় দিবস উদযাপন

SBN

SBN

চীনের অর্থনৈতিক স্থিতি বিশ্বে আশাবাদের প্রতীক

আপডেট সময় ০৭:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

সিজিটিএন এবং চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়, নিউ এরা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে যৌথভাবে একটি আন্তর্জাতিক গণজরিপ পরিচালনা করা হয়েছে। গত তিন বছরে বিশ্বের ৪৬টি দেশের মোট ৪৭ হাজার মানুষের ওপর এই জরিপ চালানো হয়, যেখানে উন্নত দেশগুলোর পাশাপাশি ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলোও অন্তর্ভুক্ত ছিল। ১৮ বছর বা তার বেশি বয়সী উত্তরদাতাদের মতামতের ভিত্তিতে এই জরিপটি করা হয়েছে, যা প্রতিটি দেশের বয়স ও লিঙ্গভিত্তিক জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জরিপে দেখা গেছে, ৮৯.৫ শতাংশ উত্তরদাতা চীনের অর্থনীতির শক্তিশালী অবস্থানের প্রশংসা করেছেন। ৮৯.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি ধরে রেখেছে। এ ছাড়া, বিশ্ব অর্থনীতিতে চীনের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেছেন ৮৬.৪ শতাংশ মানুষ।

বৈশ্বিক একাধিপত্য ও বাণিজ্য সংরক্ষণবাদের মাঝেও জরিপে অংশগ্রহণকারীরা চীনের বাজারের সম্ভাবনা এবং উন্মুক্তকরণ নীতির প্রশংসা করেছেন। জরিপে ৭২.৬ শতাংশ উত্তরদাতা চীনকে একটি উন্মুক্ত বাজার হিসেবে দেখেন। ৭৯.৮ শতাংশ মনে করেন, চীনের বিশাল বাজার তাদের নিজ দেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। একই সংখ্যক উত্তরদাতা বিশ্বাস করেন, চীনের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। পাশাপাশি, ৭৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের সঙ্গে ব্যবসা করে তাদের দেশ লাভবান হয়েছে।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।