
চীনের কুও মিন তাং পার্টির (কেএমটি) নতুন চেয়ারম্যান হিসেবে চেং লি ওয়েন নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
অভিনন্দন বার্তায় সি চিন পিং উল্লেখ করেন যে, বহু বছর ধরে সিপিসি এবং কেএমটি ‘৯২ মতৈক্য’ অনুসরণ করে আসছে। ‘স্বাধীন তাইওয়ান’-এর বিরোধিতা করার মতো অভিন্ন রাজনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দল তাইওয়ান প্রণালীর উভয় তীরের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতা বাড়িয়েছে, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করেছে এবং দুই পারের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার করেছে।
বিশ্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে, তিনি আশা প্রকাশ করেন যে, দুই দল অভিন্ন রাজনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে তাইওয়ানের জনগণকে ঐক্যবদ্ধ করবে, পারস্পরিক সহযোগিতা বাড়াবে, অভিন্ন উন্নয়ন বেগবান করবে এবং দেশের ঐক্য বাস্তবায়নের মাধ্যমে চীনা জাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে।
একই দিনে, চেং লি ওয়েন তার জবাবি বার্তায় প্রেসিডেন্ট সি চিন পিংকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রণালীর দুই তীর ১৯৯২ সালে এক-চীন নীতি মেনে চলার বিষয়ে একমত হয়েছিল। দুই দল প্রণালীর উভয় তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। তিনি আরও বলেন, তাইওয়ান প্রণালীর উভয় পারের মানুষ চীনা জাতিরই অংশ। বিদ্যমান ভিত্তির ওপর নির্ভর করে উভয় পক্ষের উচিত পারস্পরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করা, প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং জাতীয় পুনর্জাগরণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা।
সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।