
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলায় পৃথক দুটি স্থানে বিদ্যুৎ সর্ট সার্কিটে গাছে উঠে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে ও রোববার (২০ অক্টোবর) এই দুটি দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার (২১ অক্টোবর) দুপুরে বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওরী গ্রামে। নিহতের নাম কাউছার আলম (১৪), সে চৌওরী গ্রামের হাবিব উল্লাহর ছেলে এবং স্থানীয় জোরপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কাউছার নারকেল গাছে ডাব পাড়তে উঠে হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দেহটি গাছে ঝুলে থাকে। পরে স্থানীয়রা বরুড়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
অন্যদিকে রোববার (২০ অক্টোবর) একই উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া গ্রামে একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। সেখানে আবদুল কাদেরের একমাত্র ছেলে মোবারক হোসেন গাছের ডালা কাটতে গিয়ে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যায়। তাকেও গাছের উপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে।
একই ধরনের দুটি দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই পরিবারের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যুৎ লাইনের তার অনেক জায়গায় গাছের ডালের খুব কাছাকাছি চলে গেছে। এতে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনগুলো নিরাপদে স্থানান্তরের দাবি জানান।
এই দুটি হৃদয়বিদারক ঘটনায় বরুড়ার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বিদ্যুৎ বিভাগের তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।
এ বিষয় বরুড়া থানা ভারপ্রাপ্ত কাজী নাজমুল হক বলেন এ বিষয় অপমৃত্যু মামলা হয়েছে।