
বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন যুবলীগের নেতা মোঃ কামরুজ্জামান প্রকাশ কামরুল ইসলাম মুন্সিকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাকে টামটা উত্তর ইউনিয়নের উয়ারুক বাজার এলাকা থেকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনের নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি কামরুল মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এস আই) মোঃ আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স আটক করে থানায় নিয়ে আসে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, কামরুল মুন্সিকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, আটককৃত কামরুল মুন্সি টামটা উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রাঢ়া মুন্সি বাড়ির মোখলেছুর রহমানের পুত্র।