
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তৃত অভিন্ন স্বার্থ ও সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। দুই দেশ সহযোগী ও বন্ধু হতে পারে এবং হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। মঙ্গলবার বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের সিনেট প্রেসিডেন্ট রব ওয়াগনারের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন হান চেং।
তিনি জানান, বছরের শুরু থেকে দুই দেশের নেতাদের মধ্যে অনুষ্ঠিত একাধিক ফোনালাপে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য গড়ে উঠেছে।
হান আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার জয়-জয় মনোভাব নিয়ে চীনের সঙ্গে কাজ করবে, যাতে নতুন যুগে দুই বৃহৎ দেশের সম্পর্ক আরও সঠিক ও স্থিতিশীল পথে এগিয়ে যায়।
চীনের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ওরেগন অঙ্গরাজ্যের সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।
তিনি প্রত্যাশা করেন, সিনেট প্রেসিডেন্ট ওয়াগনার ও তার সহকর্মীরা চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করবেন।
রব ওয়াগনার চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সাফল্য কামনা করে বলেন, ওরেগন অঙ্গরাজ্য এরইমধ্যে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে একটি বিল পাস করেছে।
সূত্র:নাহার-ফয়সল-সিজিটিএন।