ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসি ভালোবাসি

  • শিল্প-সাহিত্য :
  • আপডেট সময় ০৯:১৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ভালোবাসি ভালোবাসি
       – মো.খলিলুর রহমান

ভালোবাসি ভালেবাসি বলে জীবন নদের বাঁকে
কত আশা কত প্রেম কত জীবন লুকিয়ে থাকে!
প্রাণেরও বারি জীবনেরও বারি সঞ্চার হয় মনসিজ,
পরতে পরতে লুকিয়ে থাকে যে কত মায়া কত সরসিজ!

ভালোবাসি যদি বলো একবার নিযুত উহার প্রতিদান,
যাহারে শুধাও তার প্রেমাবেগ সৃজনের তরে অভিগ্যান
মননে ধারণ মুখোচ্চারণ কর্ম দিয়ে তা ভজ হে,
শুধু কথাবান নাই বা বহালে মনসংযোগ কর হে!

স্বর্গীয় সুধা ওহে জয়প্রদা যদি তা ধারণে পারংগম,
হতে পারো আর ছুঁতে পারো সেই স্বর্গীয় সুখ মধুশ্যাম!
ভালবাসি ভালবাসি গান গাইবে যদি হে মহাপ্রাণ!
পার্থিব সুখ স্বর্গীয় সুখ পেতে পারো সবে অফুরান!

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ভালোবাসি ভালোবাসি

আপডেট সময় ০৯:১৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ভালোবাসি ভালোবাসি
       – মো.খলিলুর রহমান

ভালোবাসি ভালেবাসি বলে জীবন নদের বাঁকে
কত আশা কত প্রেম কত জীবন লুকিয়ে থাকে!
প্রাণেরও বারি জীবনেরও বারি সঞ্চার হয় মনসিজ,
পরতে পরতে লুকিয়ে থাকে যে কত মায়া কত সরসিজ!

ভালোবাসি যদি বলো একবার নিযুত উহার প্রতিদান,
যাহারে শুধাও তার প্রেমাবেগ সৃজনের তরে অভিগ্যান
মননে ধারণ মুখোচ্চারণ কর্ম দিয়ে তা ভজ হে,
শুধু কথাবান নাই বা বহালে মনসংযোগ কর হে!

স্বর্গীয় সুধা ওহে জয়প্রদা যদি তা ধারণে পারংগম,
হতে পারো আর ছুঁতে পারো সেই স্বর্গীয় সুখ মধুশ্যাম!
ভালবাসি ভালবাসি গান গাইবে যদি হে মহাপ্রাণ!
পার্থিব সুখ স্বর্গীয় সুখ পেতে পারো সবে অফুরান!