
মোঃ জাহিদ, ঝালকাঠি
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের সৈয়দা জামিলা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে।
আজ সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের টিকা প্রদান করেন স্বাস্থ্য সহকারী হ্যাপি আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা ফেরদৌসী খানম এবং পরিবার কল্যাণ সহকারী মেহেরাজ ফেরদাউস।
এ সময় স্বাস্থ্যকর্মীরা জানান, টাইফয়েড প্রতিরোধে সরকার বিনামূল্যে টিকাদান কার্যক্রম হাতে নিয়েছে, যাতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিকাদান কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর মিত্র বলেন,
“শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার জন্য সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিদ্যালয়ে এসে টিকা নিতে পারায় শিক্ষার্থীরা উপকৃত হয়েছে এবং এতে তাদের স্বাস্থ্য সচেতনতা আরও বৃদ্ধি পাবে।”
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান,
“স্কুলে এসে সন্তানদের টিকা নেওয়া আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে। এতে সময় ও খরচ দুটোই বাঁচছে। সরকারের এই উদ্যোগের ফলে আমাদের সন্তানরা টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত থাকবে—এটা সত্যিই প্রশান্তির।”
ঝালকাঠি জেলার সিভিল সার্জন জানান, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকাদান কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকগুলোতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
সরকারি এই উদ্যোগের মাধ্যমে জেলার হাজারো শিক্ষার্থী টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মুক্তির লড়াই ডেস্ক : 

























