‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের অডিটরিয়মে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার।
এসময় বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজেদ আলী, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামসহ উপজেলার সকল বীমা কোম্পানীর পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।