ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক Logo মোংলায় ফ্যাসিস্ট আ.লীগ–সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অপসারণের দাবি Logo লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভুয়া ভাউচারে ২৫ লক্ষ টাকা আত্মসাত Logo হাতীবান্ধায় বিছানার নিচ থেকে মাদক উদ্ধার, যুবক আটক Logo নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক যুবকের এক বছরের কারাদণ্ড Logo বুড়িচংয়ে কলেজ ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo এ্যাম্বুলেন্স নিতিমালা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লায় মানববন্ধন Logo চীন-যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুতে প্রাথমিক ঐকমত্যে Logo আসিয়ান-প্লাস সহযোগিতা পূর্ব এশিয়ার প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি: লি ছিয়াং Logo উদ্ভাবন, উন্মুক্ততা ও ভাগ করা উন্নয়ন: ওয়াশিংটনে সিএমজি’র বৈশ্বিক সংলাপ

জাজিরায় সমন্বয়ক পরিচয়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

রিয়া আক্তার, জাজিরা (শরিয়তপুর)

শরীয়তপুর জাজিরা থানায় ডিউটি অফিসারের কক্ষে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

সোমবার ২৭ অক্টোবর  সন্ধ্যায় জাজিরা থানার এএসআই (নিরস্ত্র) আতাউর রহমান এই মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- ইমরান মাদবর ও নির্জন মাদবর।

মামলার অপর আসামিরা হলেন- স্বপ্নীল মাদবর, রিয়াদ মোল্লা, রিহাদ মোল্লা, বাধন মাদবর, রাহাত মাদবর। এ ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আলমগীর হোসেন।
 মামলার বিবরনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার সুত্র ধরে অভিযুক্তরা সরকারি ব্যবহৃত অস্ত্র ও ওয়াকিটকি প্রদর্শন করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে তারা জাজিরা থানার ডিউটি অফিসারের কক্ষে প্রবেশ করে একজন আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি- যারা সমন্বয়ক পরিচয় দিয়েছে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক

SBN

SBN

জাজিরায় সমন্বয়ক পরিচয়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:১৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

রিয়া আক্তার, জাজিরা (শরিয়তপুর)

শরীয়তপুর জাজিরা থানায় ডিউটি অফিসারের কক্ষে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

সোমবার ২৭ অক্টোবর  সন্ধ্যায় জাজিরা থানার এএসআই (নিরস্ত্র) আতাউর রহমান এই মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- ইমরান মাদবর ও নির্জন মাদবর।

মামলার অপর আসামিরা হলেন- স্বপ্নীল মাদবর, রিয়াদ মোল্লা, রিহাদ মোল্লা, বাধন মাদবর, রাহাত মাদবর। এ ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আলমগীর হোসেন।
 মামলার বিবরনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার সুত্র ধরে অভিযুক্তরা সরকারি ব্যবহৃত অস্ত্র ও ওয়াকিটকি প্রদর্শন করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে তারা জাজিরা থানার ডিউটি অফিসারের কক্ষে প্রবেশ করে একজন আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি- যারা সমন্বয়ক পরিচয় দিয়েছে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না।