
ভারতের ইন্ডিগো এয়ারলাইন্স, ভারতের কলকাতা থেকে চীনের কুয়াংচৌতে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করে। ২০২০ সালের পর এটিই ছিল প্রথম ভারত ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি ফ্লাইট।
ভারতের সংবাদ সংস্থা জানায়, সেদিন কলকাতা থেকে কুয়াংচৌগামী ইন্ডিগোর ফ্লাইটে ১৭৬ জন যাত্রী ছিলেন। আগামী কয়েক মাসে নতুন দিল্লি ও শাংহাই বা কুয়াংচৌর সাথে ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করেছে ভারত।
ভারতের ইন্ডিগো ফ্লাইটের সিইও পিটার এলবার্থ বলেন, সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া দুই দেশের জনগণ ও পণ্যের চলাচলের জন্য সহায়ক। পাশাপাশি, এটি বিশ্বের সবচেয়ে জনবহুল ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের মধ্যে যোগাযোগ জোরদার করবে।
উল্লেখ্য, কোভিড মহামারীর কারণে ভারত ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়েছিল।
তথ্য সূত্র :অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 
























