
শান্তির খোঁজ
প্রিয়াঙ্কা নিয়োগী, ভারত
প্রথমে খুশি হও তারপর সুখী হবে,
মন খুশিতে থাকলে মন ঠান্ডা থাকবে,
মন ঠান্ডাতে শান্তি অনুভব হবে।
প্রকৃত শান্তি “শৃঙ্খলায়” রাখে,
দীর্ঘ পথ স্নিগ্ধ রাখতে শান্তি ভূমিকাতে।
অশান্তি জীবন দূর করতে পারে,
শান্তির পথ বেঁছে নিলে।
প্রশ্ন এখন তবে!
“শান্তি কি” ভেবেছো কখনও!
জীবন আনন্দের রাখার উপায় বের করেছো!
শান্তি কখনও উশৃঙ্খলতাকে দেয়না প্রশ্রয়,
এটা বুঝে গেলে জীবন শাস্রয়।
শান্তির খোঁজ করলে,
জীবন শান্তির পথ পাবে।
 
																			 মুক্তির লড়াই ডেস্ক :
																মুক্তির লড়াই ডেস্ক :								 
























