
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে শিশু আদিবা জাহান মীম (৭) হত্যা মামলায় মো. ইয়াসিন নামে এক তরুণকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গ্রেফতার ইয়াসিন নিহত শিশু আদিবার আপন চাচাতো ভাই।
সোমবার রাতে উপজেলার সীমানারপার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর শিশু আদিবা জাহান মীমকে অপহরণের পর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াসিনকে শনাক্ত সহ গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। সে মঙ্গলবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আদিবা জাহান মীমের লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আদিবা জাহান মীম (৭) উপজেলার বাঙ্গরা বাজার থানার সীমানারপার গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
মুক্তির লড়াই ডেস্ক : 





















