
রিয়া আক্তার, জাজিরা (শরিয়তপুর)
শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করা হবে।
বিভিন্ন উপজেলা থেকে আগত অসংখ্য মানুষ ইতোমধ্যেই এই মানবিক সেবামূলক উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন এবং সেবা গ্রহণের জন্য সেনা ক্যাম্পে উপস্থিত হচ্ছেন। বিশেষ করে গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বুধবার ০৫ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত শরীয়তপুর স্টেডিয়াম প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষ চিকিৎসক দল উপস্থিত থেকে বিভিন্ন রোগের চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করবেন।
স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী জানিয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য হলো এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মানবিক সহায়তা নিশ্চিত করা।
এ কর্মসূচির মাধ্যমে শরীয়তপুরের সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সেবা ও সচেতনতা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
সাধারণ রোগ নির্ণয় ও চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ, স্বাস্থ্য সচেতনতা নির্দেশনা, প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ।
সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও সন্তুষ্টির আবহ তৈরি হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























