ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে চীন-স্লোভেনিয়া সম্পর্ক স্থিতিশীল Logo ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় যৌথ উদ্যোগের পরিকল্পনা Logo উন্মুক্ততা, সংস্কৃতি, অভিন্ন শিকড়’ চীন-আসিয়ান নতুন সেতুবন্ধন Logo সংস্কৃতি বর্ষ উদযাপনে চীন–রাশিয়ার নতুন উদ্যোগ Logo সিআইআইই চীনের বিশ্ব সংযোগের সেতু: লি ছিয়াং Logo মুরাদনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ Logo দেবিদ্বারে ফ্রিজে পচা খাবার রাখায় তিন হোটেলকে জরিমানা Logo কুমিল্লা -৯ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আবুল কালাম এর গণসংযোগ Logo কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা মাদক সহ আটক ৩ জন Logo শরীয়তপুরে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অসহায়দের মাঝে ঔষধ বিতরণ

কুমিল্লা -৯ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আবুল কালাম এর গণসংযোগ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম দিনব্যাপী সাংগঠনিক গণসংযোগ কর্মসূচী করেছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বাবার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর সূচনা করেন তিনি। পরে নিজ গ্রাম পাশাপুর থেকে শুরু করে লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগ পরিচালনা করেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কয়েকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় একের পর এক পথসভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো- পাশাপুর, মুদাফরগঞ্জ, নৈড়পার, লাকসাম জংশন, দৌলতগঞ্জ, খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, লক্ষণপুর, সরসপুর, বাইশগাঁও, হাসনাবাদ, উত্তর ঝলম ও মুদাফরগঞ্জ দক্ষিণ।

প্রতিটি পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগান দেন – “ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।” জনগণের উচ্ছ্বাসমুখর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এসব পথসভায় মোঃ আবুল কালাম বলেন, “বিএনপি জনগণের দল। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সবার সহযোগিতা কামনা করছি।”

দিনের কর্মসূচীর অংশ হিসেবে বিকেল তিনি সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন।

দিনব্যাপী এই সাংগঠনিক কর্মসূচীর মাধ্যমে মোঃ আবুল কালাম লাকসাম জুড়ে নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
শেষ বিকেলে মাওলানা সাহেবের বাজারে অনুষ্ঠিত পথসভায় বিএনপি নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অঞ্চলজুড়ে তার এই সাংগঠনিক তৎপরতাকে বিএনপি নেতাকর্মীরা আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন।

এসময় পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, গুম পরিবারের সদস্য রাফসানুল ইসলাম, শাহরিয়ার কবীর রাতুলসহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে চীন-স্লোভেনিয়া সম্পর্ক স্থিতিশীল

SBN

SBN

কুমিল্লা -৯ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আবুল কালাম এর গণসংযোগ

আপডেট সময় ০৬:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম দিনব্যাপী সাংগঠনিক গণসংযোগ কর্মসূচী করেছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বাবার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর সূচনা করেন তিনি। পরে নিজ গ্রাম পাশাপুর থেকে শুরু করে লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগ পরিচালনা করেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কয়েকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় একের পর এক পথসভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো- পাশাপুর, মুদাফরগঞ্জ, নৈড়পার, লাকসাম জংশন, দৌলতগঞ্জ, খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, লক্ষণপুর, সরসপুর, বাইশগাঁও, হাসনাবাদ, উত্তর ঝলম ও মুদাফরগঞ্জ দক্ষিণ।

প্রতিটি পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগান দেন – “ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।” জনগণের উচ্ছ্বাসমুখর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এসব পথসভায় মোঃ আবুল কালাম বলেন, “বিএনপি জনগণের দল। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সবার সহযোগিতা কামনা করছি।”

দিনের কর্মসূচীর অংশ হিসেবে বিকেল তিনি সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন।

দিনব্যাপী এই সাংগঠনিক কর্মসূচীর মাধ্যমে মোঃ আবুল কালাম লাকসাম জুড়ে নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
শেষ বিকেলে মাওলানা সাহেবের বাজারে অনুষ্ঠিত পথসভায় বিএনপি নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অঞ্চলজুড়ে তার এই সাংগঠনিক তৎপরতাকে বিএনপি নেতাকর্মীরা আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন।

এসময় পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, গুম পরিবারের সদস্য রাফসানুল ইসলাম, শাহরিয়ার কবীর রাতুলসহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।