ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশে প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক নেতার বড়ই অভাব Logo নীলফামারীতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক Logo রাণীনগর রেলগেটে ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন Logo দুলাভাই বাহিনীর এক সদস্য আটক Logo ধোপাজান নদীতে বালু লুটপাট থামছেই না : রাজস্ব হারাচ্ছে সরকার Logo মহেশখালীতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক Logo শনিবার নিজ এলাকায় সংবর্ধনা পাচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ শাহ আলম Logo পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে চীন-স্লোভেনিয়া সম্পর্ক স্থিতিশীল Logo ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় যৌথ উদ্যোগের পরিকল্পনা

রাণীনগর রেলগেটে ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

রায়হান আলী, নওগাঁ

নওগাঁর রাণীনগর রেলগেটের দীর্ঘদিনের যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণসহ স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ব্যস্ততম ওই এলাকায় সর্বস্তরের জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, রাণীনগর রেলগেট এলাকার যানজট এখন পুরো উপজেলার মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকাল-বিকেলে ট্রেন চলাচলের সময় দুই পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানবাহন আটকে থাকে। এতে শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারে না, অফিসগামী ও রোগীবাহী গাড়িও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকে।

তারা জানান, নওগাঁ–নাটোর আঞ্চলিক মহাসড়ক এবং নওগাঁ–রাণীনগর–আবাদপুকুর–কালীগঞ্জ সড়কের সংযোগস্থল এই রেলগেট। প্রতিদিন শত শত ভারী যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। অথচ রেলগেটের অবকাঠামো এখনো অপরিবর্তিত, কোনো বিকল্প রাস্তা বা উন্নয়ন হয়নি।

বক্তারা বলেন, “দিন দিন ট্রেনের সংখ্যা বাড়লেও রেলগেটের দুর্ভোগ কমছে না। দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
তারা অবিলম্বে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের জন্য রেল মন্ত্রণালয় ও সড়ক ও জনপথ অধিদপ্তরের জরুরি পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমির ডা. আনজীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সমস্যার স্থায়ী সমাধান না হলে রাণীনগরবাসী রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক নেতার বড়ই অভাব

SBN

SBN

রাণীনগর রেলগেটে ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

রায়হান আলী, নওগাঁ

নওগাঁর রাণীনগর রেলগেটের দীর্ঘদিনের যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণসহ স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ব্যস্ততম ওই এলাকায় সর্বস্তরের জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, রাণীনগর রেলগেট এলাকার যানজট এখন পুরো উপজেলার মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকাল-বিকেলে ট্রেন চলাচলের সময় দুই পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানবাহন আটকে থাকে। এতে শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারে না, অফিসগামী ও রোগীবাহী গাড়িও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকে।

তারা জানান, নওগাঁ–নাটোর আঞ্চলিক মহাসড়ক এবং নওগাঁ–রাণীনগর–আবাদপুকুর–কালীগঞ্জ সড়কের সংযোগস্থল এই রেলগেট। প্রতিদিন শত শত ভারী যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। অথচ রেলগেটের অবকাঠামো এখনো অপরিবর্তিত, কোনো বিকল্প রাস্তা বা উন্নয়ন হয়নি।

বক্তারা বলেন, “দিন দিন ট্রেনের সংখ্যা বাড়লেও রেলগেটের দুর্ভোগ কমছে না। দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
তারা অবিলম্বে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের জন্য রেল মন্ত্রণালয় ও সড়ক ও জনপথ অধিদপ্তরের জরুরি পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমির ডা. আনজীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সমস্যার স্থায়ী সমাধান না হলে রাণীনগরবাসী রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হবে।