
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের (৩২তম থেকে ৩৭তম ব্যাচ) সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির দাবীতে মানববন্ধন হয়েছে।
রবিবার ৯ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টাপর্যন্ত জেলা শহরের বিডিহল সংলগ্ন নীলফামারী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার চারটি সরকারী কলেজের প্রভাষকগণ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রভাষক পরিষদের জেলা আহবায়ক নীলফামারী সরকারী কলেজের প্রভাষক ফরহাদ উল ইসলাম ও সদস্য সচিব নীলফামারী সরকারী মহিলা কলেজের প্রভাষক আশরাফ উজ জামান এবং কোষাধ্যক্ষ নীলফামারী সরকারী কলেজের প্রভাষক ফয়জুল কবির।
পরে নীলফামারী প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে পদোন্নতির সভা সম্পন্ন, ১২নভেম্বরের মধ্যে ৩৭ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতিবঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি, পদোন্নতি নিশ্চিত করণে অনতিবিলম্বে সুপারনিউমারী পদসৃজন এবং পদোন্নতির সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রæততম সময়ে পদ-আপগ্রেডেশনের দাবী জানানো হয়।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের জেলা আহবায়ক বলেন, গত ৩০ অক্টোবর মাউশিতে মানববন্ধন, অবস্থান কর্মসুচি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ২ নভেম্বরের মধ্যে জিও জারির দাবী জানানো হয়েছিলো কিন্তু অদ্যাবধি তা হয়নি।
বলেন, দ্রুত আমাদের চার দফা দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 
























