
অষ্টম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) ১০ নভেম্বর বিকেলে শাংহাইয়ে সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ছয় দিনব্যাপী এই বৃহৎ মেলাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
এবারের মেলায় মোট ৬৭টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করেছে। প্রদর্শনীর আয়তন ছিল ৩০ হাজার বর্গমিটার এবং মেলা চলাকালীন একশোরও বেশি কার্যক্রম আয়োজিত হয়েছে।
নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী টড ম্যাকলে বলেন, “আগামী বছরে আমরা অবশ্যই আবার আসব এবং আমি আরও বড় বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে আসব। এ বছর আমাদের ৮০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান এসেছিল, আগামী বছর নিউজিল্যান্ড থেকে এক শতাধিক শিল্পপ্রতিষ্ঠান আসতে পারে। চীন আন্তর্জাতিক আমদানি মেলা নিউজিল্যান্ডের প্রতিষ্ঠানগুলোর জন্য চীন এবং চীনা বাজারকে জানা ও বন্ধুত্ব তৈরি করার একটি চমৎকার সুযোগ।”
শিল্পপ্রতিষ্ঠান প্রদর্শনী খাতে, প্রদর্শনের আকার ও গুণগত মান উভয়ই উন্নত হয়েছে। মেলায় মোট ৪৬১টি নতুন পণ্য, প্রযুক্তি ও সেবা প্রকাশিত হয়েছে। এরই মধ্যে নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলার প্রস্তুতিমূলক কাজও পুরোপুরি শুরু হয়েছে এবং প্রায় একশো বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতোমধ্যে নাম নথিভুক্ত করেছে।
সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 





















