
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রি ১০ অক্টোবর, সন্ধ্যায় বলেছেন, চীনের ১৫তম জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অসাধারণ হয়েছে। এর বৈশিষ্ট্যময় আকর্ষণীয় শক্তি রয়েছে। চীন নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সত্যিকার অর্থেই শক্তিশালী দেশ।
১৫তম জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠান রোববার সন্ধ্যায় কুয়াংতোং অলিম্পিক ক্রীড়া কেন্দ্রে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কভেন্ট্রি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণভাবে সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ক্রীড়া উপাদানকে সংযুক্ত করেছে। এবারের গেমসে চীনের বিভিন্ন বয়সের হাজার হাজার খেলোয়াড় অংশ নিচ্ছেন। ইভেন্টের বিশেষ আকর্ষণীয় শক্তি দৃঢ় সংহতির অনুভূতি তৈরি করে।
৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কভেন্ট্রি একটি দল নিয়ে চীন সফর করছেন। এটি চলতি বছরের জুনে আইওসি’র সভাপতি হবার পর তাঁর প্রথম চীন সফর।
সূত্র: প্রেমা-হাশিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 





















