ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের Logo বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব Logo একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে.. জামায়াত Logo গণভোটে যে চার প্রশ্ন থাকবে Logo জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট… প্রধান উপদেষ্টা Logo জাজিরায় নুসার উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশনে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয়করন Logo ঈশ্বরগঞ্জে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ চিনির ট্রাকের আগুন (ভিডিও) Logo জাজিরায় নারী গোষ্ঠী ও নেটওয়ার্ককে নুসা’র পুরস্কার প্রদান Logo কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি গ্রেফতার

জাজিরায় নারী গোষ্ঠী ও নেটওয়ার্ককে নুসা’র পুরস্কার প্রদান

রিয়া আক্তার, জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় নারী গোষ্ঠী ও নেটওয়ার্কগুলিকে পুরস্কৃত করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নুসা (NUSA)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) – জাজিরা উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়।

প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধার সভাপতিত্বে এবং নরিয়া উন্নয়ন সমিতি( নুসা) কর্মকর্তা বারেক আলী, এফ এফ এ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সাহালম,প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা, মনিটরিং অফিসার আবদুল্লাহ আল ওয়াসী, জেন্ডার এন্ড নেটওয়ার্কিং অফিসার আলামিন হোসেন জয়, ফাইনান্স অফিসার শৈলেন জয়ধর।
উপজেলা কো-অর্ডিনেটর রাবেয়া খাতুন।আরো উপস্থিত ছিলেন, উপজেলার তিনটি সংস্থার নারী সদস্যবৃন্দ।

নুসার প্রোজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা জানায়, নারী নেতৃত্ব বিকাশ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, সঞ্চয় ও ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলায় অবদান রাখায় মোট ৩ টি নারী গোষ্ঠী নেটওয়ার্ককে এই পুরস্কার এবং সনদ প্রদান করা হয়েছে। জে ্ন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রধান করেন। ১)লাউখোলা নারী উন্নয়ন দল,মূলনা ইউনিয়ন ২)নূর নাহার নারী উন্নয়ন দল,জাজিরা ইউনিয়ন,৩)আলোকিত নারী সংঘ,নাওডোবা ইউনিয়ন। সহযোগিতায় ছিল,ভিরেজ এন্ডুকেশন রির্সোট সেন্টার (VERC)ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরার পুর (DORP)

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, “নারীরা এখন শুধুমাত্র ঘরে নয়, সমাজ ও অর্থনীতির অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নুসা’র এই উদ্যোগ অন্যান্য সংস্থার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

নুসা’র প্রোজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা আরো বলেন, “আমাদের লক্ষ্য হলো নারীদের সংগঠিত করা, তাদের নেতৃত্ব বিকাশে সহায়তা করা এবং একটি টেকসই সমাজ গড়ে তোলা।”

অনুষ্ঠান শেষে পুরস্কৃত নারী গোষ্ঠীর সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সফলতার গল্প শেয়ার করেন।
উক্ত অনুষ্ঠান শেষে প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা তিনটি নারী সংঘের হাতে সনদ এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

SBN

SBN

জাজিরায় নারী গোষ্ঠী ও নেটওয়ার্ককে নুসা’র পুরস্কার প্রদান

আপডেট সময় ০৫:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

রিয়া আক্তার, জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় নারী গোষ্ঠী ও নেটওয়ার্কগুলিকে পুরস্কৃত করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নুসা (NUSA)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) – জাজিরা উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়।

প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধার সভাপতিত্বে এবং নরিয়া উন্নয়ন সমিতি( নুসা) কর্মকর্তা বারেক আলী, এফ এফ এ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সাহালম,প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা, মনিটরিং অফিসার আবদুল্লাহ আল ওয়াসী, জেন্ডার এন্ড নেটওয়ার্কিং অফিসার আলামিন হোসেন জয়, ফাইনান্স অফিসার শৈলেন জয়ধর।
উপজেলা কো-অর্ডিনেটর রাবেয়া খাতুন।আরো উপস্থিত ছিলেন, উপজেলার তিনটি সংস্থার নারী সদস্যবৃন্দ।

নুসার প্রোজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা জানায়, নারী নেতৃত্ব বিকাশ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, সঞ্চয় ও ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলায় অবদান রাখায় মোট ৩ টি নারী গোষ্ঠী নেটওয়ার্ককে এই পুরস্কার এবং সনদ প্রদান করা হয়েছে। জে ্ন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রধান করেন। ১)লাউখোলা নারী উন্নয়ন দল,মূলনা ইউনিয়ন ২)নূর নাহার নারী উন্নয়ন দল,জাজিরা ইউনিয়ন,৩)আলোকিত নারী সংঘ,নাওডোবা ইউনিয়ন। সহযোগিতায় ছিল,ভিরেজ এন্ডুকেশন রির্সোট সেন্টার (VERC)ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরার পুর (DORP)

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, “নারীরা এখন শুধুমাত্র ঘরে নয়, সমাজ ও অর্থনীতির অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নুসা’র এই উদ্যোগ অন্যান্য সংস্থার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

নুসা’র প্রোজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা আরো বলেন, “আমাদের লক্ষ্য হলো নারীদের সংগঠিত করা, তাদের নেতৃত্ব বিকাশে সহায়তা করা এবং একটি টেকসই সমাজ গড়ে তোলা।”

অনুষ্ঠান শেষে পুরস্কৃত নারী গোষ্ঠীর সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সফলতার গল্প শেয়ার করেন।
উক্ত অনুষ্ঠান শেষে প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা তিনটি নারী সংঘের হাতে সনদ এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান করেন।