
মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
রাজশাহী মহানগরে দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আব্দুর রহমান-এর পরিবারের ওপর নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় বইছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা জজ আদালত বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার সিনিয়র ও নবীন আইনজীবীরা একযোগে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ হলেও বিচারকদের নিরাপত্তা এখনও নিশ্চিত নয়। এমন জঘন্য ও ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা বিচারক আব্দুর রহমান-এর পরিবারের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দেশের সকল জেলা জজ আদালতে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে, যাতে বিচারকদের নিরাপত্তা কোনওভাবেই বিঘ্নিত না হয়। তারা উল্লেখ করেন, প্রতি বছর আদালতের মাধ্যমে সরকার প্রায় ৩৭ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে, অথচ বিচারকদের জন্য পর্যাপ্ত বাসস্থান, অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারা অত্যন্ত দুঃখজনক। অনেক বিচারককে এখনও নিজস্ব কোয়ার্টার না থাকায় ভাড়া বাসায় থাকতে হয়, যা তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।
গাইবান্ধার আইনজীবীরা জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের ভবন দ্রুত নির্মাণ সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, বর্তমানে জজ কোর্টের ভবনের সীমিত জায়গায় ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করায় এজলাস সংকট চরম আকার ধারণ করেছে। ফলে একই এজলাসে দুই থেকে তিনজন বিচারককে বসে বিচারকার্য পরিচালনা করতে হচ্ছে—যা বিচার কাজকে ব্যাহত করছে। তাই আদালত কমপ্লেক্সে নতুন ভবন, পর্যাপ্ত জায়গা এবং বিচারকদের জন্য স্থায়ী কোয়ার্টার নির্মাণ এখন সময়ের দাবি।
মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা বিচারক মোঃ আব্দুর রহমান-এর পরিবারের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 


























