
মোঃ বিশাল উদ্দিন, পবা (রাজশাহী)
রাজশাহীর পবায় প্রসবের পর মায়ের মৃত্যু হলে ওই সন্তানের দায়িত্ব নিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
জেলার পবা উপজেলার ৮নং বড়গাছী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এ ঘটনা ঘটে। মা উম্মেআরা জলি সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু। (৩ দিনের) মাথায় পিতা মাজারুল ইসলাম অন্যত্রাই বিয়ে করে। অসহায় ও এতিম কন্যা সন্তান মারিয়া আক্তার জুলেখার খাওয়া -লেখাপড়ার ও চিকিৎসা সমস্ত দায়িত্ব নিলেন ৮ নং বড়গাছি ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পর থেকে হেলাল উদ্দিন সুনামের সাথে ইউনিয়ন বাসির কাজ করে যাচ্ছে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























