
পবা (রাজশাহী) প্রতিনিধিঃ
দশ হাজার মোটরসাইকেল র্যালি করেছেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগর শাখার সহকারি সেক্রেটারি ও ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ। র্যালি চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান এ নেতা। একইসাথে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় কর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার মোহনপুরের বড়াইল উচ্চ বিদ্যালয় থেকে এ মটরসাইকেল র্যালি শুরু হয়। পরে পবা-মোহনপুর এর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে গিয়ে র্যালিটি শেষ হয়। কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেসব সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার রেডি করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত সময়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্যে মডেল আসন হিসেবে পবা মোহনপুর আসনকে প্রতিষ্ঠিত করা হবে।
শোভাযাত্রায় প্রার্থীর সাথে অংশ নেন জামায়াতের রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, বড়গাছী ইউনিয়ন আমীর মোঃ মিলন রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মুক্তির লড়াই ডেস্ক : 

























