
নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান এর সাথে পঞ্চগড় জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বক্তব্য রাখেন, তিনি দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করেন। পঞ্চগড়ের সকল শ্রেণী পেসার মানুষের ন্যায় বিচার নিশ্চিতে যথাযথ ব্যাবস্হা গ্রহণে, সাংবাদিকদের পাশে পাবেন বলে আশাবাদ প্রকাশ করেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পঞ্চগড় জেলা শাখার সভাপতি শাহিন আলম আশিক, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, মোঃ মোশাররফ হোসেন, এস এ মাহমুদ সেলিম, আব্দুর রহিম, তোতা মিয়া, আঁখি আক্তার, ডিজার বাদশা, রতন প্রমূখ।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ পঞ্চগড় জেলার গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 

























