
মো. কাওসার, রাঙ্গামাটি
রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফী। জেলা প্রশাসনের আয়োজনে (১৯ নভেম্বর)বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, সহকারী কমিশনার মৈত্রী রায়, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ,রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারন সম্পাদক কামাল উদ্দিন।
সভায় জেলা প্রশাসক বলেন, এর আগে দেশের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে, সকল সাংবাদিকদের সাথে নিয়ে রাঙ্গামাটিতে জনগনের কল্যাণে কাজ করতে চাই। এ সময় তিনি জেলার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত বৃহস্পতিবার (১৩নভেম্বর ২০২৫) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙ্গামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ নাজমা আশরাফীকে এই নিয়োগ প্রদান করা হয়। এর আগে তিনি উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 

























