
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি দেশে সার্বিকভাবে আইনের শাসনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। নির্দেশনায় তিনি বলেন, নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক আইনের শাসনের চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে এবং দলীয় নেতৃত্বের ঐক্য, দেশের প্রভু হিসেবে জনগণের মর্যাদা, ও আইনের শাসনকে সমুন্নত রাখতে হবে।
সি জোর দিয়ে বলেন, আইন-বিষয়ক দায়িত্বপ্রাপ্ত বিভাগগুলোকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে ও যথাযথ উদ্যোগ নিতে হবে, যাতে আইনের শাসনের চীন গড়ে তোলা যায়।
এদিকে, ১৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বেইজিংয়ে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সার্বিক আইন-ভিত্তিক শাসনসংক্রান্ত সম্মেলনে চীনা জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান চাও লে চি বলেন, আইন অনুসারে দেশ পরিচালনার বিভিন্ন কাজ ভালোভাবে করতে হবে; উচ্চমানের উন্নয়নের জন্য আইনি সুরক্ষা প্রদান করতে হবে; আইন অনুযায়ী জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করা, জনগণের কল্যাণ বৃদ্ধি ও আইন অনুসারে সামাজিক ন্যায্যতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা এবং বিদেশবিষয়ক আইনি ব্যবস্থা ও সক্ষমতা বৃদ্ধি করা উচিত; সমাজতান্ত্রিক আধুনিকীকরণ বাস্তবায়নে অগ্রগতি নিশ্চিত করার জন্য একটি দৃঢ় আইনি গ্যারান্টি প্রদান করতে হবে; আরও পূর্ণাঙ্গ চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক আইনব্যবস্থা গড়ে তোলার জন্য একটি বিস্তৃত আইনি আদর্শ ব্যবস্থা গঠন ত্বরান্বিত করতে হবে; আইন-ভিত্তিক সরকার গঠনের ওপর জোর দিতে হবে; বিচারিক ন্যায্যতাকে ব্যাপকভাবে এগিয়ে নিতে হবে; আইন-ভিত্তিক সমাজ নির্মাণের কাজকে আরও গভীর করতে হবে; এবং একটি উচ্চ-স্তরের সমাজতান্ত্রিক আইনের শাসনের দেশ গঠনের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করতে হবে।
সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 






















