ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাইবান্ধা কারাগারে নেওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু Logo মুন্সিগঞ্জে ৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ Logo সরাইল দুই পক্ষের সংঘর্ষে র ঘটনায় নিহত ১ আহত ২০ Logo ভোলাহাটে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল Logo চট্টগ্রামে মেসের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার Logo নীলফামারী উত্তরা  ইপিজেডে  বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন  Logo তাহিরপুরে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিদর্শন Logo সরাইলে ৪০৫ রাউন্ড গুলিসহ ২টি অস্ত্র উদ্ধার Logo রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo জাতীয় মানবাধিকার সোসাইটি ফেলোশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন সুফি কবি অনন্ত মৈত্রী

গাইবান্ধা কারাগারে নেওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি

গাইবান্ধা জেলা কারাগারে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তারিক রিফাত (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন।

নিহত তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়ার ছেলে। তিনি রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, তারিক রিফাত তিনটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। গত ১৭ নভেম্বর গাইবান্ধা সদরের বলমঝাড় ইউনিয়নের ঝিনেস্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে ১৮ নভেম্বর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলার পর রোববার তাকে রিলিজ দেওয়া হয় এবং আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার আনোয়ার হোসেন বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে তাকে কারাগারে হস্তান্তর করা হয়। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া সার্টিফিকেটে তার হৃদরোগসহ অন্যান্য শারীরিক সমস্যার উল্লেখ ছিল।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ১৭ নভেম্বর তারিক রিফাতকে গ্রেফতার করা হয়। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেলে ভর্তি রাখা হয়েছিল। রোববার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর পরই এই দুর্ঘটনা ঘটে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা কারাগারে নেওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

SBN

SBN

গাইবান্ধা কারাগারে নেওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি

গাইবান্ধা জেলা কারাগারে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তারিক রিফাত (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন।

নিহত তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়ার ছেলে। তিনি রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, তারিক রিফাত তিনটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। গত ১৭ নভেম্বর গাইবান্ধা সদরের বলমঝাড় ইউনিয়নের ঝিনেস্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে ১৮ নভেম্বর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলার পর রোববার তাকে রিলিজ দেওয়া হয় এবং আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার আনোয়ার হোসেন বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে তাকে কারাগারে হস্তান্তর করা হয়। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া সার্টিফিকেটে তার হৃদরোগসহ অন্যান্য শারীরিক সমস্যার উল্লেখ ছিল।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ১৭ নভেম্বর তারিক রিফাতকে গ্রেফতার করা হয়। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেলে ভর্তি রাখা হয়েছিল। রোববার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর পরই এই দুর্ঘটনা ঘটে।