ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্পত্তি নিয়ে দ্বন্দ; বাবার মরদেহ ২৩ ঘণ্টা আটকে রাখলো ছেলে Logo নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন মামলায় দুইজনের যাবজ্জীবন Logo ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী গ্রেফতার Logo লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগ Logo ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক Logo চাঁদপুরে বিচারক হিসাবে যোগ দিলেন মোহাম্মদ কামাল হোসাইন Logo রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবীতে নাগরিক পরিষদের Logo কুমিল্লার দুই সাংবাদিকের ৫ বছরের দুর্বিষহ হয়রানির অবসান Logo ব্রুনাইয়ে প্রবাসীদের ভোট নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন Logo ঝিনাইদহে ২৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন মামলায় দুইজনের যাবজ্জীবন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সৈয়দপুর উপজেলার কামারপুকুর কাঙ্গালুপাড়া গ্রামের আনোয়ারুল হক এবং একই এলাকার ছামিউল ইসলাম ওরফে শুভ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবরা রসুলপুর এলাকার শরিফুল ইসলামের সঙ্গে ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ের পর থেকেই গৃহবধূ আকলিমা খাতুন পারিবারিক অশান্তির কারণে প্রায়ই বাবার বাড়িতে চলে আসতেন। তার মা আবারও শ্বশুরবাড়িতে পাঠালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।

২০২০ সালের ১৫ আগস্ট শ্বশুরবাড়িতে ঝগড়ার জেরে আকলিমা বাবার বাড়িতে ফিরে আসেন। পরদিন ভোর থেকে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে ২২ আগস্ট সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর মৎস্য খামারের পেছনে বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আকলিমার মা মমতাজ বেগম হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে, অভিযুক্ত দুই যুবক গৃহবধূ আকলিমাকে গণধর্ষণের পর হত্যা করেছে। মামলায় মোট ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন। তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

রায় ঘোষণার সময় আদালতে ভুক্তভোগী পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সম্পত্তি নিয়ে দ্বন্দ; বাবার মরদেহ ২৩ ঘণ্টা আটকে রাখলো ছেলে

SBN

SBN

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট সময় ১০:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সৈয়দপুর উপজেলার কামারপুকুর কাঙ্গালুপাড়া গ্রামের আনোয়ারুল হক এবং একই এলাকার ছামিউল ইসলাম ওরফে শুভ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবরা রসুলপুর এলাকার শরিফুল ইসলামের সঙ্গে ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ের পর থেকেই গৃহবধূ আকলিমা খাতুন পারিবারিক অশান্তির কারণে প্রায়ই বাবার বাড়িতে চলে আসতেন। তার মা আবারও শ্বশুরবাড়িতে পাঠালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।

২০২০ সালের ১৫ আগস্ট শ্বশুরবাড়িতে ঝগড়ার জেরে আকলিমা বাবার বাড়িতে ফিরে আসেন। পরদিন ভোর থেকে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে ২২ আগস্ট সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর মৎস্য খামারের পেছনে বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আকলিমার মা মমতাজ বেগম হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে, অভিযুক্ত দুই যুবক গৃহবধূ আকলিমাকে গণধর্ষণের পর হত্যা করেছে। মামলায় মোট ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন। তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

রায় ঘোষণার সময় আদালতে ভুক্তভোগী পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।