জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও ১৭ মার্চ জন্মবার্ষিকী (শিশু দিবস) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও ১৭ মার্চ জন্মবার্ষিকী (শিশু দিবস)আজ রবিবার সকাল এগারোটায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) তামান্না আফরোজ মনি, আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক অধ্যাপক শাহজাহান কবির,উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শানু,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আড়পাংশাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি,আমতলী পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি প্রমুখ।