ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাঙ্গাইল বিজয়ে ঢাকার পতনের ঘণ্টাধ্বনি, বুদ্ধিজীবী হত্যার নীলনকশা শুরু ও আন্তর্জাতিক কূটনীতির উত্তাল প্রেক্ষাপট Logo এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাজধানীতে জাতীয় প্রেসক্লাব সামনে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত Logo ​মানবিক অঙ্গীকারে বৈষম্যহীন আগামীর স্বপ্ন: পর্বত, শৈশব ও মুক্তির লড়াই Logo শিশু অধিকার সুরক্ষাসহ চার নির্বাচনী অঙ্গীকার ইশতেহারে অন্তর্ভুক্তির দাবি Logo বাংলাদেশ ও ভারতীয় আটককৃত জেলেদের বন্দি বিনিময় Logo বাঁশখালীতে আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৮ জন জেলে আটক Logo বিশ্ব মানবাধিকার দিবস আজ Logo মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ বাংলাদেশি খাদ্য দ্রব্যসহ ১২ পাচারকারী আটক Logo সুন্দরবনে জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার Logo কাঁচপুরে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ

বিশ্ব মানবাধিকার দিবস আজ

বিশ্ব মানবাধিকার দিবস আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর)। ‘জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে।

বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এরপর থেকে সারাবিশ্বেই এই দিনে পালিত হয়ে আসছে বিশ্ব মানবাধিকার দিবস।

‘মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস।

জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে।

বর্তমানে বাংলাদেশে জন্ম নিবন্ধনের গড় হার ৫০ শতাংশ অর্থাৎ এখনো অর্ধেক মানুষকে নিবন্ধন না থাকার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার পেতে বেগ পেতে হচ্ছে। নিবন্ধনহীনতা দেশে শিশুশ্রম, বাল্যবিবাহ, মানবপাচারসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনকে ত্বরান্বিত করছে। একইভাবে, মৃত্যু নিবন্ধন না থাকায় উত্তরাধিকার প্রমাণে জটিলতা সৃষ্টি হয়। আত্মীয়দের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের ঝুঁকি সৃষ্টি হয়। বর্তমানে দেশে অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যু নিবন্ধন নেই। বিশেষ করে গ্রাম, চরাঞ্চল, পাহাড়ি এলাকা ও নগরের বস্তি এলাকায় এই হার অনেক কম।

বিশেষজ্ঞরা মনে করেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংস্কার করে পরিবারের পরিবর্তে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর নিবন্ধনের দায়িত্ব দিলে, দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় চলে আসবে। এতে সিআরভিএস দশকের শতভাগ নিবন্ধন লক্ষ্যমাত্রা পূরণ এবং এসডিজি ১৬ দশমিক ৯ (সবার জন্য বৈধ পরিচয়পত্র) অর্জন ত্বরান্বিত হবে।

​বিশ্ব মানবাধিকার দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বিশ্ববাসীকে মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষই জন্মগতভাবে মর্যাদা ও অধিকারের দাবিদার। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি যে মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, সেই মূল্যবোধকে সমুন্নত রাখতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। এই দিনে আমরা সকলে যেন আমাদের এবং অন্যের অধিকার রক্ষায় আরও বেশি যত্নশীল হই, সেই অঙ্গীকারই হোক আমাদের মূল লক্ষ্য।

-এইচ,এম জাকারিয়া জাকির, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইল বিজয়ে ঢাকার পতনের ঘণ্টাধ্বনি, বুদ্ধিজীবী হত্যার নীলনকশা শুরু ও আন্তর্জাতিক কূটনীতির উত্তাল প্রেক্ষাপট

SBN

SBN

বিশ্ব মানবাধিকার দিবস আজ

আপডেট সময় ০৫:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বিশ্ব মানবাধিকার দিবস আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর)। ‘জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে।

বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এরপর থেকে সারাবিশ্বেই এই দিনে পালিত হয়ে আসছে বিশ্ব মানবাধিকার দিবস।

‘মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস।

জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে।

বর্তমানে বাংলাদেশে জন্ম নিবন্ধনের গড় হার ৫০ শতাংশ অর্থাৎ এখনো অর্ধেক মানুষকে নিবন্ধন না থাকার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার পেতে বেগ পেতে হচ্ছে। নিবন্ধনহীনতা দেশে শিশুশ্রম, বাল্যবিবাহ, মানবপাচারসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনকে ত্বরান্বিত করছে। একইভাবে, মৃত্যু নিবন্ধন না থাকায় উত্তরাধিকার প্রমাণে জটিলতা সৃষ্টি হয়। আত্মীয়দের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের ঝুঁকি সৃষ্টি হয়। বর্তমানে দেশে অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যু নিবন্ধন নেই। বিশেষ করে গ্রাম, চরাঞ্চল, পাহাড়ি এলাকা ও নগরের বস্তি এলাকায় এই হার অনেক কম।

বিশেষজ্ঞরা মনে করেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংস্কার করে পরিবারের পরিবর্তে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর নিবন্ধনের দায়িত্ব দিলে, দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় চলে আসবে। এতে সিআরভিএস দশকের শতভাগ নিবন্ধন লক্ষ্যমাত্রা পূরণ এবং এসডিজি ১৬ দশমিক ৯ (সবার জন্য বৈধ পরিচয়পত্র) অর্জন ত্বরান্বিত হবে।

​বিশ্ব মানবাধিকার দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বিশ্ববাসীকে মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষই জন্মগতভাবে মর্যাদা ও অধিকারের দাবিদার। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি যে মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, সেই মূল্যবোধকে সমুন্নত রাখতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। এই দিনে আমরা সকলে যেন আমাদের এবং অন্যের অধিকার রক্ষায় আরও বেশি যত্নশীল হই, সেই অঙ্গীকারই হোক আমাদের মূল লক্ষ্য।

-এইচ,এম জাকারিয়া জাকির, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো।